বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

হঠাৎ দেখা
শীমা সীমানা ছাড়িয়ে গিয়েছিল অনেক আগেই। তবে তাঁর কালো হাতের স্পর্শ সেই যেন কাঁশ ফুলের নরম স্পর্শ। গলির তেমাথায় রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। আজ প্রায় এক যুগ পর শীমার সাথে দেখা। শুধু চার চোখে মিলন হলো। ওর হাজব্যান্ডের সাথে সৌযন্যতা প্রদর্শন কালে আমি নীরব নয়নে দেখেছিলাম, ওর চোখে মুখে কোথাও আমার সাথে দেখা হওয়ার উৎফুল্লতা নেই। কিন্তু কি ই না হতে পারত শীমা। ওর অনুনয়ের কথাগুলো আজও খুব মনে পড়ে। সময়ের সাথে সাথে মানুষের মন এবং চরিত্র দুটোই বদলে যায়।